দিনের আলো নিভবে যখন
সন্ধ্যা আসবে নেমে,
সন্ধ্যা প্রদীপ জ্বেলে তুমি
খুঁজবে কি এই মোরে?
প্রদীপ যখন নিভবে গভীর রাতে
হৃদয় প্রদীপ জ্বেলে তখন ও কি
খুঁজবে তুমি না পাওয়া এই মোরে?

খুঁজে খুঁজে তোমার সকল বেলা
বৃথা হয়ত এমনি যাবে কেটে,
হারিয়ে যাওয়া এই আমারে
আর কভু নাহি পাবে।