যে চলে গেছে, যাক যাক চলে দূরে
তারে ডাকব না আর হৃদয়ের সুরে
স্মৃতি তার যত আর কাঁদাবে মোরে
কেঁদে কেঁদে তবু রবো তার-ই ঘোরে
যাক চলে যাক সে দূরে।
ভ্রমে যদি মোরে পড়ে মনে
জানব আমি তা সেই ক্ষণে
জানি রাখবে না সে মোরে স্মরণে
তাতে কি! ভুলিব না তারে আমি মরণে।
পাক যত সুখ মোরে দিয়ে দুখ
পাক সে হৃদয় মাঝে যাহা রে
বলিব না ব্যথা খানি মোর তাহারে।
যাক যাক চলে সে দূরে
আমি রবো তবু তার-ই ঘোরে।