এই পৃথিবীর সব কোলাহল ছেড়ে
শুধু আমরা এই দুইজন
এই খানে বসে, পেছনে আমাদের অতীত।
তারা হয়নি ভোলা, স্মৃতিতে আজ ও অম্লান
সেখানে যেন বিষাদ আর দু:খ
থাক না তারা, আজ এইখানে নতুন দুইজন।
কিছুই হয়নি, একেবারেই নতুন মোরা আজ
দুজনার মাঝে দুজনায়, আরো কাছে
হৃদয়ের কাছে আত্মার মাঝে
পৃথিবীর সব চেয়ে নিরিবিলিতে।


আজ যেন নতুন করে হবে ভাব
কথা হবে মরমে মরমে
আমাদের মাঝে, শুধু দুইজনে।
পলকে পলকে সীমাহীন সুখ
এই সুখ পায়নি কেউ, কখনো না
শুধু আমাদের তরে তারা
শুধু আমাদেরই জন্য, একান্তই আমাদের।


সময় হয়তো থেমে যাবে
সে থামবেই, তারও যে লোভ হবে
আমাদের দিকে চেয়ে
সেও হবে আনমনা।
এই পৃথিবীর কোন শব্দ থাকবেনা এইখানে
তারা যাবে চলে অনেক দূরে
আমাদের দেবে এক নিস্তব্ধতা
সেখানে আমরা দুজন শুধুই দুজনার।


নিঃশব্দে আসবে বাতাস
ঠিক আমাদের কাছে
সে দেবে পরশ, এক অনন্ত অনুভূতি
যা দেয় নি আগে কাহারেও
সে যেন আসবে শুধু আমাদেরই জন্য।
সূর্য দেবে এক অকৃত্রিম ছায়া
আদরের মতো করে আবছা আঁধারের বেশে
আমাদের ভাল লাগা কে পরিপূর্ণ করতে।
আমাদের মুহূর্ত গুলো যাবে কেটে
কোন অবসাদ থাকবে না কাছে
ভালনালাগা সব যাবে নির্বাসনে
আমাদের থেকে অনেক অনেক দূরে।