ছোট্ট একটা বাসা
মনে আছে আশা,
দু'জন শুধু লোক
তাকিয়ে আছি অপলক।

সুখে সুখে একাকার
কত কথা বলিবার;
স্বপ্ন দেখি এমন-ই
হয় যেন তেমন-ই।