কেউ শুধুই চায়
কেউ নাহি চায়,
কেউ চলে যায়
কেউ তরী নাহি বায়।

আশার স্বপ্ন কারো
ভেঙে যায় পড়ে,
কারো যেন নব আশায়
জীবন ওঠে ভরে।

ভুলে যায় কেউ
অতি আপন জনে,
কেউ ধরে রাখে
চির তরে মনে।

কেউ পড়ে রয়
যেথা গহীন আঁধার,
কারো জীবনে রয়
শুধুই আলোর বাহার।