আমি বাহিরে, আছি দাঁড়ায়ে
সেই যে কবে হতে!
একাকী পথ মোর
কাটে না অধীর ঘোর,
আসে বাধা যেন পথ চলিতে।

ব্যথা নিরাশায় ভরে যায় প্রাণ
তবু যেন চলি হয়ে আগুয়ান;
শেষে নিভে যায় সব
মোর এই শুধু ক্ষোভ,
শেষে নিথর দেহ রয় পড়ে মাটিতে।