দিয়াছে সে বসন্তের অঞ্জলি
জাগাইতে মনে বসন্তের গানগুলি,
গাওয়া যা হল নারে আজও
তাই যেন হৃদয়ে বিরহ।

দানে দানে সে ভরিল প্রাণ
তবু আজও আমি ম্লান।
পারি নাই দিতে
কিছু তার হাতে,
বিষাদে বসে কাটাই
শুধুই অলস দিন,
তাই বুঝি বসন্তেও
আজ আমি মলিন।