জীবনের আর কিছু বাকি
আসিত যারা সবাই দিলো ফাঁকি
আকুল নয়নে চেয়ে রই পলকে
ছেড়ে যায় সবাই মোরে অলখে
আশা গুলি ছিঁড়ে যায়, বাসা মোর ভেঙে যায়
বিফল আমি যেন এই ধরাতে হায়।
চাইতাম যাহাদেরে আর বুঝি নাহি চাই
কেমনে পাব তাদের আমার যে কিছুই নাই।
তবু ব্যথা জাগে মনে স্মরিয়া সেই ক্ষণ
যখন চাইত অনেক কিছু আমার এই মন
কোন অশুভের আক্রমণে ভাঙিল সব ক্ষণে ক্ষণে
জাগিল এমন ব্যথা তাই কাঁদিতেছি বসিয়া কোনে
মোর যেন সব চলে যায়
বৃথা মোর এমনই জীবন হায়।