অনেক দূরের যাত্রা
আঁকাবাঁকা পথ,
চলছি আমরা
চলছে আমাদের রথ।

নতুন নতুন পথ
লাগে অচেনা,
আছে ভয় মনে
তবু যেন থামি না।

দুজনে গলাগলি
সময় যায় চলি,
যত কথা আছে
শুধুই যাই বলি।

আমাদের এই পথ
কতো কতো দূর,
যেতে হবে সব টুকু
হোক তা মধুর।