আমাদের সেই প্রেম
কত কত ভালোবাসা,
আবেগের লুকোচুরি
ধীরে ধীরে কাছে আসা।

নিত্য নতুন সুখ
চারিধারে চারিপাশে,
সে-সব আজ কই গেল?
সব যে হায় মনে ভাসে।