"সত্য" সে তো হারিয়ে গেছে
সে কোন কবে,
মিছেই যেন তারে খোঁজা
কোথা আর তারে পাবে।
ছিল যেন কাছে
আপনার রঙে রাঙিয়ে হৃদয়,
হঠাৎ কি হলো ছেড়ে গেল মোরে
হায় কি নির্দয়।
রাখা হয় নাই যত্ন করে
তাই গেল বুঝি চলে,
অভিমান তার মিছে হয় নাই
হৃদয় যেন আজ বোঝে।
ফিরাব কেমনে! কেমন করিয়া?
তারে যে মোর মাঝে,
ভেবে ভেবে আমি দিশেহারা আজ
পথ কোন পাই না যে।
তার ছোঁয়াতে পাওয়া সে পরশ
আজ খুব করে চাই,
তারে বিনা যেন হৃদয় আমার
পুড়িয়া হইছে ছাই।
দিকে দিকে আমি দিশেহারা
পাই না যে কোন কূল,
"সত্য", তারে যে হারায়ে ফেলেছি
এ যে মোর মহা ভুল।