তোমায় নিয়ে ছন্দ করে কবিতা
হয়ত কেউ আর লিখবে না
আপন মনে তোমায় নিয়ে
হয়ত কেউ আর ভাববে না।
তোমার আসার পথটি চেয়ে
হয়ত কেউ আর থাকবে না
একটু খানি গান শুনিতে
হয়ত কেউ আর চাইবে না।
পড়বে মনে হয়ত তারে
সেদিন সে আর থাকবে না
আপন করে হয়ত তোমায়
সে আর তো কাছে ডাকবে না।
বলবে নাকো হয়ত কেউ আর
"ঐ মুখ মায়া ভরা"
মুখের পানে চেয়ে
কেউ আর হবেনা আত্মহারা।
হাত গুলি হয়ত কেউ
চাইবে না আর দেখতে
মুখোমুখি হয়ে বলবে না কেউ আর
একটু খানি বসতে।
চোখের পানে চেয়ে কেউ আর
পড়বে না তোমার মনের ভাষা
বলবে নাকো তোমায় কেউ আর
তাহার মনের আশা।
হঠাৎ করে চমক দিয়ে ডাকবে না কেউ আর
হারিয়ে যাবে সে, হারিয়ে যাবে তার ছোট্ট অভিসার।
হারিয়ে যাবে এমনি করেই সব স্মৃতি তার
এমনি করেই হারিয়ে যাবে, যে ছিল হারিয়ে যাবার।