হায়! তুমি গেছ চলে
হৃদয় দ্বার খুলে
সুদূর অজানায়,
আছি বসে অপেক্ষায়
মন যদি ফিরে পায়
সেই তোমায়।
মনে কি পড়ে না মোরে?
খুব ভালোবাসতে যারে,
কেমনে ছেড়ে গেলে দূর অজানায়?
করে তারে অসহায়!
বিরহী মন আজ
ডাকিছে তোমারে খালি,
শোন না গো তুমি তা
শুধুই যাচ্ছ দূরে চলি।