কে দিয়েছে দোলা আজি
মনের মাঝে এসে,
রাঙিয়েছে মন টারে আজ
এমন রঙিন হরষে।
কাছে থেকে আরো যেন
দিচ্ছে আনন্দ,
হৃদয় যেন পাচ্ছে আজি
বিপুল ছন্দ।
রঙে রঙে  রঙিন খেলা
হচ্ছে যে আজ মনে,
তারে যেন চাচ্ছে হৃদয়
আজি এমন ক্ষণে।
পুলকিত মন টারে আজ
কোথায় নেব রে,
পাছে তারে হারায়ে ফেলি
মনে ভয় জাগে রে।

কে দিলো রে দোলা মনে
এমন আকুল করে!
হৃদয় খানি রাঙিয়ে দিয়ে
আবার চলে গেল রে।
হল না দেখা তারে
হয়ত তারই হেলাতে,
হৃদয় রে মোর কিছুতেই আর
পারি না, তারে ভুলাতে।