মনে আছে অনেক কিছু
চাই যে প্রকাশিবার,
হয় না কিছুই বলা
বৃথা সময় কাটে অনিবার।
আলো দেখে আঁতকে উঠি
চাই যে বলতে আবার,
ক্ষণিক পড়ে তাও নেভে
চায় যে সব ভাঙিবার।

এমনি করেই যায় যদি
সব বেলা হায়!
বলিবার কথা গুলো
যদি না বলাই রয়ে যায়;
কেমনে সে দুঃখ সইব
কেমন করে অপ্রকাশিয়া রবো।