মন্দ ছিলি তাতে কিরে!
ভালো হলি এখন,
এই ধারাতে চালাবি জীবন
সুন্দর মতন।

বাধা আসুক,আসুক বিঘ্ন
সব করবি হেলা,
জীবন ধারায় নতুন করে
ভাসাবি আশার ভেলা।

বড় কিছু না হয় পারলি করতে
এই ভুবনে দান,
তোর ক্ষুদ্র দানে ও দেখবি
আছে কোনো সম্মান।

ক্ষুদ্র বৃহৎ এমনই দানে
এই পৃথিবী গড়া,
অংশ তাতে তোর ও আছে
ভাবিস কি তুই তাহা!