আমি হারিয়েছি তারে তাই খুঁজি
অনন্ত কাল জনম ব্যাপিয়া খুঁজি
খুঁজি তারে আমি জলে স্থলে আর অসীমে
খুঁজি তারে আমি অন্তরে অন্তরে
সময়ের মাঝে, চির অনন্তে
যা গিয়েছে চলে অতীত হয়ে,
কোন খানে তার দাগ নেই
একেবারেই গিয়েছে চলে।


সে কি কঠিন না কোমল
সুন্দর না কুশ্রী
আলো না আধার,
জানি না তবু খুঁজি
কারন তারে হারিয়েছি আমি।
সে হারিয়েছে কবে
তা তো জানিনা
তবু খুঁজি কেবলই খুঁজি
তবে কি অজানারে খুঁজি?... না!
সে তো ছিল আমার চির চেনা
মোর হৃদয়ে একাকার হয়ে।


তার রূপ মনে নেই
তার অস্তিত্ব লয়ে তারে খুঁজি
তারে মোর পেতেই হবে
যেথা থাকুক সে
গহীন অন্ধকারে সাত সমুদ্র
তের নদীর ওপারে।
আবার আনব তারে আমি
আমার মাঝে রে
আমি যারে খুঁজি
সে তো আমার আমি রে।