মিলিলে আজ
এ কোন শুভ ক্ষণে,
পড়ল সারা যেন
ঊষর মন কোনে।
পরশ তোমার মাঝে মোর
আনিছে প্রশান্তি,
নিবিড় এমন প্রেম
দুরিছে ক্লান্তি।
ভেঙে বিষাদ বেড়া
রাঙিছে আমারে,
পাছে ছেড়ে যাও, ভেবে
আঁখি ওঠে জলে ভরে।
এমন ভাবনা যেন
যায় হয়ে মিছে,
আশা গুলো হয়ে ভালোবাসা
প্রাণে যায় যেন মিশে।