চারিদিকে আজ একি বেদনা
এমন যেন, মোর প্রাণে এনো না,
দুঃখ আর চাই না মোর মাঝে
দুঃখে মোরে তাই আর রেখো না।

সজল আমার চোখ দু'খানি
মেলেছি গো তোমার সামনে আনি,
দিও না ঠেলে দূরে আমায়
ভুল যে হয়েছে অনেক, তা তো জানি।

ব্যথা যত আছে তাদের রেখো দূরে
ভরে দিও মোরে তোমার অপার সুরে,
আমি যে আজ এসেছি কাছে তোমার
মিনতি টুকু মোর দিও না ফেলে ছুড়ে।