বন্ধু বলে ডাকবে মোরে?
আপন করে নেবে?
আপন ভেবে আপন কিছু
আমায় কি তুমি দিবে?
হোক না তা অল্প কিছু
হোক অতি সাধারণ,
তাই আমি যত্ন করে
করবো মনে ধারণ।
খুব যে কিছু দিতে হবে
নয় গো তাহা চাওয়া,
অল্প কিছু দিও মোরে
এই তো মোর চাওয়া।
তোমার দানে আমার এ মন
উঠবে না হয় ভরে,
আমারও কিছু দিব না হয়
তোমার আপন করে।
এমন করেই গড়ব মোরা
মোদের আপন ধরা,
তোমার মাঝে আমি রব
আর আমার মাঝে তুমি রবে ভরা।