মনে কি পড়ে সেই দিন?
যবে দু'জনে ছিলেম বন্ধনহীন।
অবারিত প্রান্তর সম্মুখে বিস্তৃত
গেছি চলে হেথা হই নি শ্রান্ত।
সুখ পেয়েছি, পেয়েছি আনন্দ
তারা আজও তোলে হৃদয়ে ছন্দ।