আজি বসন্ত সমীরে
ভেসে আসে তারই গান,
নয়নে আনিল বারি
মনে প্রণয় অভিমান।

সেই কবেকার
কবে গাওয়া গান,
আজও যেন হৃদয়ে
আছে অম্লান।

প্রতি বার বেজে ওঠে
আসিলে বসন্ত,
লয়ে যায় মোরে
যেথা ব্যথার সীমান্ত।