তোমায় নিয়ে যদি আমি
হারিয়ে যেতে চাই,
তুমি কি গো যাবে আমার সাথে?
হারিয়ে যাবার মজা আছে
হারিয়ে যাবার সুখ আছে,
তুমি এসব জানো নাতো!
তা-ই শেখাব হাতে হাতে।

বন্ধনহীন এমন স্বাধীনতা
তুমি আর দেখ নি আগে,
দেখিয়ে দিবো তোমায় আমি
জীবন কতো মধুর হয় মুক্তির স্বাদে।