সে চলে গেছে বহু বহু দূরে
সীমার ওপারে চির অসীমে
একান্ত নিভৃতে, গহীন নির্জনে;
সে চলে গেছে দূরে।

শুধু ফেলে গেছে অসীম স্মৃতি
আর নিশ্চল নিশ্চুপ নিথর দেহ;
এই যে নিথর দেহ
কিছু যেন নেই আর এতে।
একদিন কত আবেগ ছিল
কত উচ্ছ্বাস ছিল
কতই না প্রাণবন্ত একজন;
আজ কিছুই নেই
মৃত্যু নিয়ে গেছে তারে
দূরে, সীমানা পেরিয়ে অসীমে।

আর কোন দিন আসবে না ফিরে সে
বলবে না আর কোন কথা।
আশেপাশে কত আপন সবাই তার
তবু কেউ ছোঁবে না তারে আজ;
মৃত্যু নিয়ে গেছে জীবন
শুধু পড়ে আছে নিথর দেহ
যা আর হবে না সরব কখনোই।