নতুন প্রাণের আভাস আসিছে
আজ এই শুভ ক্ষণে,
পুরাতন প্রাণ জাগিয়া উঠিছে
নতুনের আগমনে।
কী আছে তার দেখিতে চায়
অধীর সবাই যেন,
আলোয় ভরিয়া হৃদয় হরিবে
তবু এত দেরী তার কেন?