হৃদয়ের কথা আমারে কও
এমন করিয়া পরান ভুলাও।
একটু কথা কি আছে তায়
হৃদয় যেন ভরিয়া যায়।
এই যে প্রেম অনাবিল সুখ
জীবন ভরিয়া চিরকাল থাকুক।