পর ভাবি যারে সে বারে বারে
কাছে যেন মোরে টানিছে
আধার খানি মোর কাটায়ে দিয়ে
আলো খানি যেন আনিছে।


ফিরে ফিরে বারে বারে
সে যেন চাহে মোরে
হায়! রুদ্ধ দ্বারে, আমি তবু তারে
শুধুই যেন ঠেলিছি দূরে।


এমনই সে এসে, বারে বারে
দ্বার হতে মোর ফিরিছে।
হায়! পর ভাবি যারে সে বারে বারে
কাছে যেন মোরে টানিছে।