সে গিয়েছে চলে দূরে
তবু যেন বারে বারে
আসে ফিরে স্মৃতি হয়ে।
দুঃখ খানি বাড়িয়ে
যায় আবার হারিয়ে,
কিছু মোরে দিয়ে যায়
কিছু যায় নিয়ে।
পাশে থেকে দিতো আশা
জাগাত মনে ভরসা,
এমনও পাওয়া খানি যেন
আর পাওয়া হবে না।
মোর সাথে জানি আর
হবে না তার অভিসার,
দূরে যাবে চলে
ফিরে আর আসবে না।
স্মৃতিতে রেখে রেখে
তবু যাব তারে ডেকে,
নাইবা আসুক সে
যাক চিরতরে ভুলে।