মস্ত বড় জগত জুড়ে
খুঁজছি দিবা রাত্র,
পাই নিকো ভাই একটু সুখ
একটু শান্তি মাত্র।
আঁধার মাঝে খুঁজছি আলো
আমি এই নিঃস্ব,
বলো তারে রেখেছ কোথায়
হে মহা বিশ্ব?
অভয় নিয়ে যাব আমি
সেথায় তারে খুঁজতে,
যদি না পাই তবে
বুঝব সবই মিথ্যে।
প্রশ্ন করে লাভ নেই ভাই
সবই হল মিথ্যে,
তোমার মাঝেই পাবে তারে
যারে তুমি খুঁজতে।
আপন হৃদয় জয় করে
লও তারে বুঝে,
খুঁজতে যারে, দেখবে তুমি
সে তোমারই মাঝে।