আকাশ কালো, হয়তো বৃষ্টি হবে
হয়তো হবে না,
মন আমার আনমনা;
কেনো জানি তার অপেক্ষায়।
কোন জনমে কথা হয়েছিল, সেই কবে...
মনেও পড়ে না সব।
তবে প্রতিশ্রুতি ছিল
বিষাদের ক্ষণে আসবে সে।

কত যুগ গেল, কত মাস গেল,
গেল কত কত বছর;
....এলো না সে।
আমার আকাশ মেঘেই থাকল ঢেকে;
বিরহী রে আরো বিরহ দিবে বলে
ভালোবাসা আরো গভীর করবে বলে
কি সে এলো না?
নাকি ভুলে গেল সব প্রতিশ্রুতি!
যেমনি ভুলে যায় অনেকে
আর আসে না ফিরে!