আমার পথে এক পদধ্বনি
নিত্য শুনতে পাই যে আমি,
দেখা নাহি হল আজও তারে
যার পদধ্বনি শুনতে আমি পাই রে।
যায় সে চলে অবহেলি মোরে
বোঝে না সে আমার আকুতি রে,
কষ্ট যেন তাই ওঠে আমার বুক ভরে।

আমি যে অসহায়
সে বোঝে নারে হায়,
নেয় না মোরে সাথে সে
ফেলে রাখে শুধু পাছে
তবু মন তারে পাইতে যে চায়।

আমার কঠিন আঁধার পথে
এলোই যদি থাকতে সাথে
তবে "কেন সে দূরে রয়?"
অসহায় মন মোর এই শুধু কয়।
নিত্য পায়ের ধ্বনি শুনে
জাগে আশা আমার মনে,
কাছে নাহি আসে রে
কেবলই রয় দূরে দূরে,
রাখে সে এমনি করে বাঁচিয়ে মোরে।