স্মরি যারে চোখের জলে
তারে কেমনে যাব ভুলে?
যায় না ভুলা, যায় না ভুলা।
"রাখব না তারে আর মনে
ভুলবো তারে এই ক্ষণে!"
এমনও পণ মোর যায় না রাখা;
হয় না ভুলা, হয় না ভুলা।
স্মৃতির অভিসারে
সে আসে বারে বারে
ভুলতে তারে দেয় নারে;
দূর থেকে শুধু হৃদয়ে দেয় যে দোলা
যায় না ভুলা, যায় না ভুলা।