মরমে জাগিছে আশা
সেই ভালোবাসা,
হায়! তারে কি পাবো?

যদি রয় দূরে
মোরে একা করে,
তবে কেমনে আমি রবো?

বিরহে কাটে যদি কাল
মন যদি ছেড়ে দেয় হাল,
"পাওয়া তারে হল নারে" এই শুধু কব।