আমার সকল দুঃখের মাঝে
সকল পাপে, সকল শাপে
সকল আঁধার টুটায়ে;
পূর্ণ করে রেখো মোরে কাছে
তোমার ক্ষমার আশীর্বাদে।

পথ হারায়ে যায় যদি দিন
পথের দিশা দিও,
পাপ টুকু মোর ক্ষমা করে
শুধু পুণ্য টুকু নিও।
পূর্ণ করে রেখো মোরে কাছে
তোমার ক্ষমার আশীর্বাদে।