তুমি শুনতে কি পাও? আমি বলছি
সেই কবে থেকে ডাকছি তোমায়
বড় অবহেলায় রেখেছো অনেক দিন ধরে
যেন কেউ নই আমি,
কোন পরিচয় নেই তোমার আমার।
ভুলে গেছ? অভিমান না অবহেলা?
বসে আছি অতৃপ্ত বাসনা মনে নিয়ে
সেই কবে থেকে, কত বছর....
দিন নেই রাত নেই অন্ধকার কি আলোয়
প্রতীক্ষা মোর হয় না শেষ।
শঙ্কা জাগে মনে, তবু নিরাশ হই না
আধারের মাঝে আলোর পরশ এঁকে যাই
ভাবি এই বুঝি আসবে তুমি।
সকল প্রতীক্ষার অবসান করে
চির কাছে আসবে তুমি
কত দিনের জমানো সব কথা বলবো তোমায়
আবার সব মুহূর্ত কাটবে শুধু দুজনায়।