তুমি এসে দেখে যাও
কত কি আয়োজন তোমার জন্য -
গাছেরা বলেছে "এখন না"
আমি বলেছি "এখনই ফুল ফুটবে"
এই অনুরোধে গাছেরা সেজেছে ফুলে ফুলে;
শুধু তুমি আসবে বলে।
আকাশের মেঘ গুলিকে বলেছি সরে যেতে
তুমি নীল আকাশ দেখবে, তাই।
পাখিরা ছিল না, দূর দেশ থেকে এনেছি ডেকে
তোমায় গান শোনাবে বলে।
উত্তরের বাতাস কে বলেছি " তুমি থেমে যাও"
দক্ষিণা বাতাস কে আসতে দাও;
তুমি যে ভালোবাসো দক্ষিণা বাতাস, তাই।
রাত সেজে আছে লক্ষ তারায়;
তুমি যে নক্ষত্রের রাত পছন্দ কর
তাও জানিয়েছি আমি তারাদের।
যে জ্যোৎস্নায় মন উদাস হয়
গভীর রাতেও ঘরের বাহিরে চলে যেতে ইচ্ছে করে;
সেই জ্যোৎস্নাও আছে তোমার অপেক্ষায়।
ভোরের লাল সূর্য পূব আকাশে যখন উঁকি দেয়
বিশ্বময় ছড়িয়ে পড়ে আলো;
সেই আলো ছুঁয়ে দেখবে তুমি
সেই আলোর পরশ মাখবে গা'য়।
তুমি এসে দেখে যাও
এ সবই আছে অপেক্ষায় তোমার,
তুমি এসে দেখে যাও
কত কী আয়োজন শুধু তোমার জন্য।