কত দিনের কত ভুল
হায়! আজ পড়ে মনে,
তারা সবাই বুঝি
টানছে মোরে শুধুই  পিছনে।
স্মৃতি মোর বিস্মৃতি যে
ক্ষণে ক্ষণে ভুলে যাওয়া,
ভুলের মাঝেই র‍য়েছি পড়ে
হায়! সত্য কে হয় নি পাওয়া।

ভুলের কাছে হার মেনেছি
চাই নি ক্ষমা হায়!
তাই আজকে সকল সত্য
আমাকে ভুলতে চায়।