ভাললাগে সাদাকালো মেঘ
মেঘের উপর বৃষ্টি
ভাললাগে প্রজাপতির ডানায়
রঙিন কোন সৃষ্টি।
ভাললাগে সাদা বক
ভাললাগে ফুল
ভাললাগে কিশোর রমণীর
দিঘল কালো চুল।
ভাললাগে ভালবাসতে
ভাললাগে হাসতে
ভাললাগে স্বপ্নের দেশে
রঙিন ভেলায় ভাসতে।
ভাললাগে গান
মেঘের দেশে চাঁদের হাসি
জাগায় মনে প্রাণ।
লাগে ভাল রংধনু
রংধনুর সাতরং
ভাললাগে মরুভূমিতে
মরীচিকার নতুন ঢং।
ভাললাগে নিজেকে মাঝেমাঝে
লাগে আবার কখনো একটু বাজে
এসব বলা কি আমার সাঝে???