মানুষগুলো আজ দাঁড়িয়ে আছে আমায় ঘিরে
হারিয়ে গেছি আমি ছেঁড়া-কাটা শতকোটি লাশেদের ভিড়ে
দিনের পর দিন চলে যাচ্ছে
এখনও সনাক্ত হইনি আমি
এবার পচতে শুরু করলো আমার দেহ
ইতিমধ্যে আমার লাশ নিয়ে রাজনীতির গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে
বিষ পিঁপড়া আর বিষাক্ত বিচ্ছুদের ভিড় জমতে শুরু করেছে
ওরা ছিঁড়েছুঁড়ে খাচ্ছে আমার লাশ
রোজই যেন করছে দেহে শতকোটি পোস্টমর্টেমের চাষ
এবার কে যেন আমায় সনাক্ত করলো বুদ্ধিজীবী
সাথেসাথেই ভিজিয়ে দিলো ফরমালিনের জলে
আমাকে আর পচতে দেয়া হবেনা
আমার লাশকে নেয়া হলো দেশের সেরা হাসপাতালে
আমায় নিয়ে কত গবেষণা
চলছে তো চলছেই
হঠাৎ বাইরে থেকে খবর এলো বুদ্ধিজীবীর লাশ নয় এটা
লাশটা কোন নিম্নবিত্ত মজুর ব্যাটার
সাথেসাথেই লাশকে ফেললো আস্তাকুঁড়ে
কুকুর-শিয়াল খাচ্ছে এখন ছিঁড়েছিঁড়ে
তবুও ভাল
এবার আমি পরম প্রশান্তিতে ঘুমাবো
মানুষরূপী অমানুষদের থেকে দূরে সরে