অযথা কিছু প্রশ্নরা মনে ভীড় করে আসে,
হৃদয়ের অলিন্দে শীতের ব্যাথা বাজে ।
বয়েসের ভারে নুব্জ্য প্রকৃতি, হারিয়ে যাওয়ার বেদনা,
নারীর কৌমার্য সে' ও এক যাতনা॥


রুদ্ধ বন্ধ স্মৃতির আঙ্গিনায় অবগাহনে,
রুক্ষ শুষ্ক প্রকৃতির সীমাহীন ক্রন্দনে,
হাহাকারের রাত্রি পেরিয়ে নির্ঘুম অচঞ্চল!
অপেক্ষার অবসান - রক্তিম হলাহল॥


কুয়াশার চাদরে বিস্মৃত বাতাস , মৌন সুরে  বিমর্ষ সানাই,
বসন্ত কি তবে আসবে নাই!