পড়ে পাওয়া বিকেলে, সূর্য বিদায় নেওয়ার পালা!
লাল আভা ছড়িয়ে দিয়েছে সাদা মেঘের গায়ে,
পাহাড়ের পাকদণ্ডী বেয়ে এঁকে বেঁকে রাস্তা,
কোথায় যে তার শেষ বা শুরু, অর্থহীন খুঁজে চলা!
সবুজ এর অপরূপ সমারোহে, মাথা উঁচু করে ঘাস দল,
বাতাস এর ছোঁয়াতে টুপটুপ নাচে জলকণা,
মাটির গন্ধ মাখা সেই মেদুর স্পর্শে,
শৈল গিরি হতে চায় নিরাভরণ!
জানলার কাঁচে কুয়াশার ছাপ , আবছা পথের বাঁক।
নিমেষে ছুটে চলে মন আলোর ব্যস্ততায়!
ওই দূরে নির্জন পাহাড়ের গায়ে,
আছে কি কেউ বসে ভালবাসার অপেক্ষায়?