এ হৃদয় চির ঋণী এ জোছনায়,
তোমার দোতারার মায়াবী সুর মূর্ছনায়!
জোনাকি দের আলো বয়ে যাওয়ার বেদনায়,
পিপীলিকার ডানা হয়ে ওড়ার লালসায়!
আলেয়ার আলো হয়ে ওঠার কল্পনায়,
চিরাচরিত ভুলে যাওয়ার ভাবনায়!
আগামী দিনের নতুন উদয়ের উদ্দীপনায় ,
নতুন কুঁড়ি ফুল হয়ে ফোটার যাতনায়!
ছোট পাখীর ডানা মেলে ওড়ার আশঙ্কায়,
খণ্ড মেঘের বারি হয়ে ঝরার চেতনায়!
দূরে কোথাও তারা খসে পড়ার উষ্ণতায়,
তীব্র আন্দোলনে ধংস হয়ে যাওয়ার ধারণায়?
কি পেলাম, কি হারালাম হিসেবের গড়মিলে,
বন্দী জীবন গেল কেটে এক লহমায়!!!