জীবনের যা কিছু চাওয়া, তোমার আবর্ত,
চোখ মেলে, জ্ঞান হয়ে বৃথাই খুঁজি পরিবর্ত ॥


ভালবাসা বাসি যা কিছু অনর্থক অনভ্যাসে,
পরিবর্তন সেও সয়ে যায়, প্রেমহীন বিদ্বেষে॥


দুপুরের রোদেলা আলো মিঠে অনুভূতির আঁচল,
পাল্টে যায় চেনা মুখ ও , অচেনা মুখের আদল॥


ছোট দুটি পাখি খড় কুটো নিয়ে উড়েছিল,
বাসা বানাবে, এ আশায় ঘর বেঁধেছিল॥


ছায়া দেবে  এই প্রতিশ্রুতি তেই বট পাকুড় আবদ্ধ,
মেয়েটির  অনুমতি নেই , হৃদয় দ্বার অবরুদ্ধ॥


এক চিলতে আলো ঘুলঘুলির পথে আসে,
ম্লান হয়ে আসা ফুরানো বিকেলের নির্যাসে ॥


ছাদের একপাশের চিলেকোঠা টা কত অনুভূতির সাক্ষী,
প্রেমে, বিরহে,আহ্বানে ও বিসর্জনে অনন্তকালের রক্ষী॥


ভালবাসার একটি বিশেষ দিন, দিতে হবে মান্যতা,
রোজ ভালবাসা বাসির নেই কোনো বাধ্য বাধকতা॥


আমাকে তুমি পারোনি ভুলতে এ নহে তোমার পরাজয়,
মনে রেখেই করেছ ঋণী আমায় ,এ প্রকৃত তোমার জয়॥


আজই এ পুণ্য দিনে সম্পর্কের স্বীকৃতি এসেছিল,
অসম সেই লড়াই এ জয়মাল্য গলে ছিলো॥