মিটমিট করে ধিকি ধিকি জ্বলে রাতের আকাশ,
দিনের মতো তীব্র তো নয়-
সন্ধের ফ্লাইওভার পরেছে সাদা নীলের মালা ,
রামধনুর এতে কি বা আসে যায়?


জমাট অনুভূতি- রাগ, দুঃখ অভিমানের বরফ!
বয়ে চলেছে কপোলে ধারা,
জানিনা সাহসের কি পরিণাম
ভীরুতা যে কোনোদিন পেলো না ভাষা!


ন্যাড়া গাছ টাও বেড়ে উঠতে চায় ,
বেঁচে থাকার কি অনমনীয় অভিপ্রায়!
নীরব প্রতিবাদ, ধ্বংসের হাতছানি,
হে ধরিত্রী!  গ্লানি দাও - আত্মগ্লানি!