বৃষ্টি ভেজা বিকেল বেলা
        খোলা জানালায় মনকেমন,
ধোঁয়া ওঠা চায়ের গন্ধ
         আমাদের ছোট্ট আলাপন।
দুপুর দিকে মেঘের ঘটা
           চোখ জুড়ায় এক রাশ ক্লান্তিতে,
বৃষ্টি ছুঁয়ে দেখার ভাবনা
            হারিয়ে  গেল অকারণ বিরতিতে।  
স্কুল ফেরত মেয়ের দলও
             জল ছিটিয়ে পা থৈ থৈ,
অতীত ফিরে আসতে  চায়
              ব্যথার বিলাস কেন যে সই!
পাড়ার মোড়ের ইস্ত্রি ওলা
              নতুন করে উনুন সাজায়,
বিদ্রুপ করে মেঘলা আকাশ
              এভাবেও ফিরে আসা যায়?
কাপড় গুলো গুছিয়ে রাখা
               গুম হয়ে থাকা আকাশ জানে,
অগোছালো মনের অলীক যাপন
                 ছুটে যায় শুধুই তোমার টানে।


জয়িতা