পাতা ঝরার মরশুমে, এসোনা যেন,
হারিয়ে ফেলার অনভূতিতে নিঃসঙ্গ একাকীত্ব!
আভরণহীন নিঃসঙ্কোচে লজ্জিত চাহনি,
পারবে কি এড়িয়ে, রাখতে দূরে সরিয়ে?


বন্ধনের বড় বিড়ম্বনা যে, একান্ত খোঁজে!
চেনা মুখ-রাও রৌদ্রে হারিয়ে যায়!
পড়ন্ত বিকেলের গোধূলি আলোকে,
ফিরে আসে, বিলীন হতে চায়!


একা নারী, একা পথ আর একা পর্ণমোচী
হারিয়ে যায় বাতাসে।
দাবানল ছড়িয়ে দেয় অরণ্যের অগ্নিশিখা- পলাশ!
বসন্ত এসে গেছে॥