ওই গভীর দোতারা র সুরে বিষন্নতা বাজে,
একলা পথিক ভেসে চলে মনকেমন পুরে।
জীবন মরণ একই তারে বাঁধা এ আরশি নগর,
আয়না বলতে পারে মনের চাপান উতোর॥
এক দিকে নিবদ্ধ দৃষ্টি ক্রমেই ক্ষীন স্মৃতি,
পাতা উল্টে যাওয়াই রীতি,
আলগা রাশ; তাদের ফেরার তড়িঘড়ি,
বেজে ওঠে চেনা সুর, ভৈরবী আশাবরী॥