আজও মনে পড়ে ও বাড়ির শ্যাওলা ভেজা দেয়াল,
নোনা ধরা ছাতের ঘর আর অনূভূতি দের হরেক খেয়াল,
মরচে ধরা টিনের ট্রাঙ্ক, আজও কি কবিতারা চির নিদ্রায়,
নতুবা মেতে উঠেছে ছন্দ ভাঙ্গার নিত্য  খেলায়,


উঁচু হয়ে থাকা বাতিল কাগজে, রিনরিন করে খামোখা বিষাদ,
ফ্যাকাশে হয়ে আসা পর্দার ফাঁকে গুমরে ওঠে অযথা আহ্লাদ,
অগোছালো সন্ধ্যের আলেয়ার লুকোচুরি শেষে,
দূর আকাশে গোধূলির রক্তিম লালিমা মেখে,


অকেজো ঘড়িতে সময় বেঁধে আজও অপেক্ষায়,
অবহেলায় কপাট হয়েছে বন্ধ - ভালোবাসার চিলেকোঠায়!