তোমার নীরব পথ চলা,
আমায় কিচ্ছুটি না বলা ,
তীক্ষ্ণ চাহনি রোজ দাহ করে-


শূণ্য সেই দৃষ্টি,
অনেক সৃষ্টির অভিব্যক্তি,
দিচ্ছে না অবসর ভাবনা দের-


ভুলে যাওয়া রূপকথা-রা ,
জলপরী দের গল্প-রা ,
মিলিয়ে গেছে রাখেনি কোনো রেশ-


দূরে কোথাও বসন্ত দূত ডাকে,
হাওয়ায় দুলে ওঠে কৃষ্ণচূড়া!
বাতাসে লালের ছোঁয়া-
বহু বছর বাদে, অনেক কিছুর মাঝে,
সাধ যায় আবার আলিঙ্গনে বাঁধি তোমায়!