গোলাপী রঙা আবীরে আজ আকাশ মাতোয়ারা,
পশমিনা আদরে সোহাগে খুচরো কিছু মুহুর্তরা,
স্বপ্নসন্ধানী অবকাশ ভোলে, তোলপাড় জনঅরণ্য,
চুপিসারে চুপকথা ছুঁয়ে, একটু উষ্ণতার জন্য!


অগোছালো মাতাল ভাবনারা পথ ভুলে দিশেহারা,
নিরুদ্দেশের ঠিকানা খুঁজে শ্রান্ত; কিছু বাঁধনহারা,
ক্লান্ত এসরাজ তরঙ্গে; আরাত্রিকা দিকশূন্যপুরে,
বেমানান রঙ তুলি ফাঁকা ফ্রেমে;মনকেমনের সুরে!


মরচে ধরা রেলিঙে কুয়াশা ভেজা আনমনা মন,
বিষাদের চাদর ব্যাথায় সিক্ত, ভাবনারা উচাটন,
আজ হতে সহস্র বৎসর পরে, কবির কল্পনায়,
মনের দোসর খুঁজিস রে মন, হৃদয়ের আয়নায়!


চলমান কল্পনা-দের আলোকবর্ষ  জুড়ে যাতায়াত,
শত শত নক্ষত্রের আলোড়নে দৃশ্যময় হেমন্ত রাত,
নিশি শেষে খসে যায়, অসময়ে পর্দা টানে ড্রামায়,
ইতিহাস একা বয়ে চলে ব্যর্থতার দোজখনামা!


কলমে: জয়িতা দত্ত
০২.১২.২০২১